Site icon Jamuna Television

ফিফা ও উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে রাশিয়া

ফিফা ও উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে রাশিয়া। এ দুই সংস্থার বিরুদ্ধে আপিল করার বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ফিফা জানিয়েছিল, রাশিয়ায় কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে না। সেই সাথে নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়াকে খেলতে হবে নিজেদের পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়া। আর খেলতে হবে ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে। এছাড়া উয়েফাও নিষেধাজ্ঞা দেয়।

রাশিয়ান ফুটবল ইউনিয়ন জানিয়েছে, ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তে আইনি কোনো ভিত্তি ছিল না। সংস্থাটির দাবি, দ্রুতই তাদের পুরুষ ও নারী ফুটবল দলকে খেলার অনুমতি দেয়া হোক। যাতে তারা বিশ্বকাপ বাছাইপর্ব ও ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে।

/এমএন

Exit mobile version