Site icon Jamuna Television

‘পারমাণবিক বিপর্যয় ঘটার আগেই রাশিয়াকে থামান!’

ছবি: সংগৃহীত

পারমাণবিক বিপর্যয় ঘটার আগেই রাশিয়াকে থামানোর জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র যাপোরিঝিয়ায় অগ্নিসংযোগের ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে রাশিয়া, এমন মন্তব্যও করে জেলেনস্কি বলেন, রাষ্ট্রপ্রধানদের বলছি, আপনারা জেগে উঠুন। পারমাণবিক বিপর্যয়ের আগেই রাশিয়াকে থামান।

রুশ হামলায় ইউক্রেনের ৪টি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সর্ববৃহৎ যাপোরিঝিয়া জ্বলছে আগুনে। আর এই পরিস্থিতিতে শুক্রবার (৪ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ান ট্যাঙ্কগুলি জেনেশুনেই পারমাণবিক ব্লকগুলিতে গুলি করছে। তারা অশুভ কিছুর প্রস্তুতি নিচ্ছে। সকল ইউক্রেনীয় এবং ইউরোপীয় জানে চেরনোবিল শব্দটির মানে। সবাই জানে, কী বিশাল পরিমাণ ধ্বংস সাধিত হয়েছিল সেখানে। সেই বৈশ্বিক দুর্যোগে লাখ লাখ মানুষের জীবনে নেমে এসেছিল বিভীষিকা। আমরা জানি না, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা কী করে প্রতিহত করা হবে। বিস্ফোরণের ভয় থাকছে। এমন কিছু হয়ে গেলে ক্ষমা করবেন, সৃষ্টিকর্তা। ইউক্রেনীয়রা যাপোরিঝিয়াকে সুরক্ষিত রাখতে লড়ছে।

ভোলদিমের জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে ১৫টি পারমাণবিক চুল্লি রয়েছে। কোনো একটিও বিস্ফোরিত হলে শেষ হয়ে যাবে সব, শেষ হয়ে যাবে ইউরোপ। রাশিয়ার আগে কোনো দেশ পারমাণবিক চুল্লির ওপর গুলি বর্ষণ করেনি। ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। তাই রাষ্ট্রপ্রধানদের বলছি, আপনারা জেগে উঠুন। পারমাণবিক বিপর্যয়ের আগেই রাশিয়াকে থামান।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার এক শীর্ষ মেজর জেনারেল

ইউক্রেনের ২৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা বিশাল এই বিদ্যুৎ কেন্দ্রের ঠিক কোথায় আগুন লেগেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তাছাড়া কোনো পরমাণু চুল্লি আক্রান্ত হওয়া বা, কুলিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা- সে সম্পর্কেও পরিষ্কার হওয়া যায়নি। তবে জানা গেছে, আগুনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গুরুতর কোনো ক্ষতি হয়নি। তাছাড়া এখনও কোনো প্রয়োজনীয় সরঞ্জাম আগুনে আক্রান্ত হয়নি এবং কর্মীরা ক্ষতি কমানোর জন্য কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: রুশ হামলায় জ্বলছে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র

এম ই/

Exit mobile version