Site icon Jamuna Television

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

ছবি: সংগৃহীত

পাঁচ দশমিক ৭ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চল। বৃহস্পতিবার (৩ মার্চ) মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে এ তথ্য।

তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, নিরাপত্তার খাতিরে দুর্যোগ কবলিত এলাকা থেকে সরানো হয়েছে দু’হাজার বাসিন্দাকে। এছাড়া বেশ কিছু স্থাপনায় দেখা গেছে ফাটল। সেই সাথে, উপড়ে পড়েছে গাছও।জানানো হয়, কম্পনের কেন্দ্রস্থল ছিল ভ্যারাক্রুজ রাজ্যের নোপালাপান শহরের ৬৯ মাইল গভীরে।

আরও পড়ুন: ইউক্রেনে মৃত্যুভয়ে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের

বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে মেক্সিকো। দেশটিতে ১৯৮৫ সালে হয় ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে প্রাণ হারান সাড়ে ৯ হাজারের মতো মানুষ।

আরও পড়ুন: রাশিয়ার ৯ হাজার সেনা নিহতের দাবি ইউক্রেনের

এম ই/

Exit mobile version