Site icon Jamuna Television

সৌদি যুবরাজকে পুতিন ও জেলেনস্কির ফোন

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে উদ্বিগ্ন সারা বিশ্ব। মানবিকতার জন্য হোক বা ব্যবসায়িক কারণে হোক সমগ্র বিশ্ব চিন্তিত এই সংঘর্ষে। এই সংঘর্ষ মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে পশ্চিমা নেতারা। এমতাবস্থায় বিকল্প উপায় খুঁজছে ইউক্রেন।

দেশটিতে রাশিয়ার হামলা রুখতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (৩ মার্চ) হঠাৎ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ‍প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন খাতে মানোন্নয়ন নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ ও পুতিনের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেন সংকট নিয়ে সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করেছেন সৌদি যুবরাজ। পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি রাজনৈতিক সমাধানকে সমর্থন করে রিয়াদ।

প্রিন্স মোহাম্মদ বলেন, তার দেশ সব পক্ষের সাথে মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে। এসময় তিনি ওপেক প্লাস চুক্তির ভূমিকা এবং এটি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরবের আগ্রহের পুনরাবৃত্তি করেন।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও ফোনালাপ করেছেন প্রিন্স মোহাম্মদ। এসময় তারা ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেন। ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসে অবদান রাখার জন্য সবকিছুর প্রতি সৌদি আরবের সমর্থন রয়েছে জেলেনস্কিকে আশ্বস্ত করেন যুবরাজ মোহাম্মদ।

তিনি বলেন, সৌদি আরব সব পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে এবং রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে সব আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।

/এনএএস

Exit mobile version