Site icon Jamuna Television

অজিদের বিরুদ্ধে পাকিস্তানের শুভ সূচনা

ছবি সংগৃহীত

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১০০ রান।

রাওয়ালপিণ্ডির ব্যাটিং উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল হক ধীরে-সুস্থে শুরু করেন পাকিস্তানের ইনিংস। প্রথম ঘণ্টায় স্কোর বোর্ডে আসে মাত্র ৩২ রান। কিন্তু সময়ের সাথে সাথে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দুই ওপেনার। বিশেষ করে, প্যাট কামিন্সের বলে খুব বেশি বেগ পেতে দেখা যায়নি শফিক ও ইমামকে। আব্দুল্লাহ শফিক ৪১ এবং ইমাম-উল হক ব্যাট করছেন ৫৫ রান নিয়ে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ২য় স্থানে এবং পাকিস্তান আছে তৃতীয় অবস্থানে। ২৪ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে পাকিস্তান।

আরও পড়ুন: কোহলির শততম টেস্টে ব্যাট করছে ভারত

Exit mobile version