Site icon Jamuna Television

রুশ হামলায় ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিভেছে

ছবি: সংগৃহীত।

রুশ হামলায় ইউক্রেনের যাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বলা হয়েছে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার (৪ মার্চ) স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে আগুন নেভানো হয়েছে। আগুন নিভে যাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খবর সিএনএন এর।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার (এসইএস) পক্ষ থেকে শুক্রবার সকালে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার ভোররাতের দিকে যাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা শুরু হয়। রাশিয়া এ হামলা চালায় বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়। তবে হামলা অব্যহত থাকায় তাৎক্ষণিক আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন: আরও একটি চেরনোবিল বিপর্যয় দেখার অপেক্ষায় কি বিশ্ব?

অবশেষে রাত ৫টা ২০ মিনিটের দিকে আগুন নেভানোর কাজ শুরু করতে সক্ষম হন ইউক্রেনের ফায়ার সার্ভিসের সদস্যরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

উল্লেখ্য, ইউক্রেনের ৪টি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে যাপোরিঝিয়া, যা দেশটির ২৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও এটি। এ ঘটনায়, গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। জেলেনস্কি প্রশাসনের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানা গেছে। এর আগে, চেরনোবিল পাওয়ার প্ল্যান্টের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী।

এসজেড/

Exit mobile version