Site icon Jamuna Television

রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি:

রাজাকারের সন্তানেরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় মার্কাস রোড ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেয়া আছে। পরবর্তী অধিবেশনে পাশ হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।

এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিন উদ্দিন বুদ্দিন। গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যার ৬ তলা বিশিষ্ট হাসপাতালটি ২২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে।

এসজেড/

Exit mobile version