Site icon Jamuna Television

ভারতে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে নিহত ১২

প্রতীকী ছবি।

ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে ভারতে। বৃহস্পতিবার (৩ মার্চ) মধ্যরাতে বিহারের ভাগলপুরে হয় এ দুর্ঘটনা।

এতে গুরুতর আহত আরও বেশ কয়েকজন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় জওহরলাল নেহরু হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটে তাতারপুর পুলিশ স্টেশনের কাছে কাজওয়ালিচক নামক এলাকায়। নিয়ম না মেনে সেখানে একটি বাড়ির ভেতরই চলছিল বাজি তৈরির কাজ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের চারটি বাড়ি উড়ে গিয়ে ঘটে এ হতাহতের ঘটনা। এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান আরও ৫ জন। বিস্ফোরণের কারণ নিশ্চিতভাবে জানতে চলছে তদন্ত।

আরও পড়ুন: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

Exit mobile version