Site icon Jamuna Television

ইউক্রেনে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে অভিযান: পুতিন

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে অভিযান। বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই স্বীকারোক্তি দেন।

সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ইউক্রেন ভূখণ্ডে গেলো মাসে শুরু হয় বিশেষ অভিযান। সেই অভিযানে স্বাধীন ঘোষিত রাষ্ট্রগুলোর জনগণকে রক্ষা করাই ছিল লক্ষ্য। তাছাড়া, সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষাও অন্যতম উদ্দেশ্য এই অভিযানের। পুতিন আরও জানান, তিনি কখনোই রাশিয়ার থেকে আলাদা ভাবেন না ইউক্রেনকে। কারণ, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকেই দুটি রাষ্ট্রের জন্ম। কিন্তু, মার্কিন এবং ইউরোপের ছড়ি ঘোরানোর শিকার তার প্রতিবেশী, পুতিন এমন প্রচ্ছন্ন ইঙ্গিত দেন।

ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে পরিকল্পনা মোতাবেক এগোচ্ছে রুশ অভিযান। ২৪ ফেব্রুয়ারি, দোনবাসের মানুষদের উদ্ধার এবং আত্মরক্ষায় শুরু হয় বিশেষ অভিযান। সেনা সদস্যরা দিচ্ছেন বীরত্বের পরিচয়। বেসামরিক হতাহতের ঘটনা এড়ানোর চেষ্টা চোখে পড়ার মতো। প্রয়োজনে নিজেদের প্রাণ দিচ্ছেন সেনারা। বরাবরই বলে এসেছি, রুশ ও ইউক্রেনবাসীরা একই জাতিসত্ত্বার। কিন্তু, জাতীয়তাবাদ এবং নাৎসি ধারণায় অনেকে পথভ্রষ্ট।

আরও পড়ুন: আমি কামড়াবো না, আমার সাথে মুখোমুখি বৈঠকে বসুন; পুতিনকে জেলেনস্কি

Exit mobile version