Site icon Jamuna Television

চার বছরের আইনি লড়াই শেষে অমিতাভের ছবি মুক্তি, মামলাকারীর জরিমানা

ছবি: সংগৃহীত।

চার বছর পর মুক্তি পেলো অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘ঝুন্ড’। এই চার বছর ধরে ছবির জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন পরিচালক নাগরাজ মঞ্জুলে। অবশেষে মামলায় জয়ী হলেন তিনি। অন্যদিকে মামলাকারী স্বাধীন পরিচালক নন্দী চিন্নি কুমারকে ১০ লাখ রুপি জরিমানা করেছেন তেলেঙ্গানা আদালত। মামলা জিতেই শুক্রবার (৪ মার্চ) প্রেক্ষাগৃহে ফের মুক্তি দেয়া হলো ছবিটিকে। খবর তেলেঙ্গানা টুডের।

মূলত, মুক্তির পর ‘ঝুন্ড’ ছবিটি মিথ্যা তথ্যের ভিত্তিতে তৈরির অভিযোগে স্থগিতাদেশ চেয়ে ২০১৮ সালে মামলা করেন স্বাধীন পরিচালক নন্দী চিন্নি কুমার। তখন আদালতের পক্ষ থেকে ছবিটির মুক্তি সাময়িকভাবে আটকে দেয় আদালত। এরপর থেকেই চলছিল আইনি লড়াই।

অবশেষে শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে তেলেঙ্গানা আদালত। সেখানে বলা হয়, ছবিটির সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। একই সাথে অভিযোগকারীকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়। সেই সাথে ‘ঝুন্ড’ ছবিটিকে ফের মুক্তির অনুমতি দেয় আদালত।

এসজেড/

Exit mobile version