Site icon Jamuna Television

কোহলির শততম টেস্টে মুশফিকের বার্তা

ছবি: সংগৃহীত।

ভিরাট কোহলির ১০০তম টেস্ট খেলার উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ১০০ টেস্ট ম্যাচ খেলা বিশেষ অনুভূতি বলে মনে করেন মুশফিক।

নিজের ফেসবুক পেইজে মুশফিক ১০০তম টেস্ট খেলার জন্য ভিরাটকে অভিনন্দন জানান এবং এ সময়ের সেরা ক্রিকেটার হিসাবে ভিরাটকে শুভকামনাও দেন। তাছাড়া ১০০টি টেস্ট খেলা অবশ্যই দারুণ অনুভূতির ও কাজটি সহজ নয় বলেও মনে করেন বাংলাদেশের অন্যতম সফল এ ব্যাটসম্যান।

বিশ্বের ৭১তম ও ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন কোহলি। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ১৬৮ ইনিংস ব্যাটিং করে ২৭ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৭৯৬২ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০ ম্যাচে প্রতিপক্ষ দলে ছিলেন মুশফিক ও কোহলি।

আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন মুশফিক

এদিকে নিজের শততম টেস্টেও নিজের শতরানের খরা কাটাতে পারেননি ভিরাট। আউট হয়েছেন ৪৫ রান করে। যদিও দ্বিতীয় ইনিংসে সুযোগ রয়েছে নিজের শততম টেস্ট রঙিন করে তোলার।

জেডআই/

Exit mobile version