Site icon Jamuna Television

পুলিশি বাধায় পণ্ড গণঅধিকার পরিষদের সমাবেশ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের গণসমাবেশ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। পুলিশ বলছে, অনুমতি না থাকায় শহীদ মিনারে গণসমাবেশ করতে দেয়া হয়নি তাদের।

অন্যদিকে নেতাকর্মীদের অভিযোগ বিকেল ৩টায় স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশি বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেনি। পরে জাতীয় প্রেসক্লাবে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে শাহবাগে গেলে আবারও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব, পল্টন ও বিজয় নগর ঘুরে কাকরাইলে গিয়ে শেষ হয়।
/এডব্লিউ

Exit mobile version