Site icon Jamuna Television

রাশিয়ার সাথে সংঘর্ষ চাই না তবে যেকোনো কিছুর জন্য আমরা প্রস্তুত আছি: ব্লিংকেন

ন্যাটো সদর দফতরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়ার সাথে সংঘাতে যেতে চায় না যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তবে কোনো ন্যাটো সদস্য যদি রাশিয়ার দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে মস্কোকে যথাযথ জবাব দিতে প্রস্তুত আছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৪ মার্চ) ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে এক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্লিনকেন বলেন, ন্যাটো কোনো সংঘাত চায় না, তবে কোনো হামলা হলে ন্যাটোর সদস্যভূক্ত প্রতিটি রাষ্ট্রের প্রতি ইঞ্চি ভূমি রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।

সংবাদ সম্মেলনে রাশিয়া কর্তৃক ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জেপোরোজিয়া দখলের কঠোর সমালোচনা করে ব্লিনকেন বলেন, জোপোরোজিয়া দখল রাশিয়ার বেপরোয়া মনোভাবের আরও একটি উদাহরণ।

/এসএইচ

Exit mobile version