Site icon Jamuna Television

বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে আশাবাদি নেইমার

রাশিয়া বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরবেন নেইমার, এমনটাই বিশ্বাস তার। সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে নিজের দ্রুত ফিরে আসার ব্যাপারে আশাবাদী হবার পাশাপাশি দলের সহযোগীতাও চেয়েছেন ফুটবলের এই সেনসেশন।

নেইমার বলেন, “আমার কোন নির্দিষ্ট তারিখ নেই মাঠে ফিরে আসার। আমার সবশেষ মেডিকেল পরীক্ষা হবে ১৭ মে। সেদিনই আমি নিশ্চিত হতে পারবো কবে মাঠে ফিরছি। তবে এখন দলের সাথে আমার ভালো যোগাযোগ রয়েছে। কোচ-কর্মকর্তা থেকে শুরু করে সকলের সাথেই আমার অবস্থা নিয়ে কথা হচ্ছে। সকলেই আমার পাশে আছেন আর আমাকে সাহস যোগাচ্ছেন।”

গত ৬ মার্চ ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্সেই’র বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের হাড় ভেঙ্গে যায় নেইমারের।

Exit mobile version