Site icon Jamuna Television

স্বামী-সন্তানকে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

বাগেরহাটে স্বামী-সন্তানকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি রিয়াজ শিকদারকে গ্রেফতার করেছে খুলনার র‍্যাব ৬।

বৃহস্পতিবার (৩ সার্চ) সন্ধ্যায় বাগেরহাটের টেংরাখালী গ্রামের বাঘমারা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায় ২ মার্চ রাতে উত্তর জিলকুনিয়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে সিঁধ কেটে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতকারী। স্বামী এবং সন্তানকে অন্য ঘরে আটকে রেখে দলবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ করে তারা। পালিয়ে যাওয়ার আগে স্বর্ণলংকার, নগদ অর্থ, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্রও নিয়ে যায় দলটি।

ঘটনার পর দিন থানায় মামলা হলে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেফতার করে র‍্যাব।

/এডব্লিউ

Exit mobile version