Site icon Jamuna Television

ওয়ার্নের অকাল প্রস্থানে সাকিব-তামিমদের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত।

মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। তার মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসরা।

সাকিব লিখেছেন, ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকল আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।

লিটন দাস লিখেছেন, প্রত্যেক ক্রিকেটপ্রেমীর জন্য এটি মারাত্মক দুঃখের সংবাদ। ক্রিকেটবিশ্ব আপনাকে অনেক মিস করবে।

ওয়ার্নকে ক্রিকেটের অন্যতম সেরা বোলার উল্লেখ করে তামিম বলেন, একজন কিংবদন্তি চলে গেলেন। মুশফিক লিখেছেন, শেন ওয়ার্ন আর নেই জেনে স্তব্ধ হয়ে গেলাম। ওপারে ভালো থেকো কিংবদন্তি।

ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পেসার মোস্তাফিজুর রহমানও। লিখেন, ওয়ার্নের খবর শুনে স্তব্ধ হয়ে গেলাম।

ওয়ার্নকে দেখেই লেগ স্পিনে আগ্রহী হয়েছিলেন জুবায়ের হোসেন লিখন। তিনি লিখেছেন, সম্ভবত ওয়ার্নই প্রথম বোলার ছিলেন যার বোলিং স্টাইল আমি ছোটবেলায় অনুসরণ করতাম। তিনি আর নেই, বিশ্বাস করতে পারছি না।

জেডআই/

Exit mobile version