Site icon Jamuna Television

পুতিন ও শুলৎজের ঘণ্টাব্যাপী ফোনালাপে যা আলোচনা হলো

জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘণ্টাব্যাপী টেলিফোনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ। জার্মান চ্যান্সেলর ফোনালাপে পুতিনকে এই মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন জার্মান সরকারের একজন মুখপাত্র। খবর বিবিসির।

শুক্রবার (৪ মার্চ) প্রকশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে জার্মান চ্যান্সেলর এই মুহূর্তে ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। এছাড়াও দেশটির যেসব জায়গায় এখন লড়াই চলছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারেও কথা বলেন এ দুই নেতা।

ওই মুখপাত্র আরও জানান, ফোনালাপে দুই নেতা আরেক দফা বৈঠকের ব্যাপারে একমত হয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। সেদিন ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে ম্যাকরনের ৯০ মিনিট কথা হয় বলে জানা গেছে।

/এসএইচ 

Exit mobile version