Site icon Jamuna Television

ইউক্রেনের পাল্টা প্রতিরোধে রাশিয়ার ৩ কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৩ জন কমান্ডার নিহত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) এই দাবি করে পশ্চিমা গোয়েন্দারা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে আসার পর তারা নিহত হয়েছেন। নিহত শীর্ষ তিন কর্মকর্তার মধ্যে, সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই সুখো-ভেৎস্কি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। অপর দুই কর্মকর্তার একজন ডিভিশনাল কমান্ডার, অন্যজন রেজিমেন্টাল কমান্ডার।

আরও পড়ুন: ইউক্রেনে হামলায় রাশিয়ার সাথে অংশ নেবে না বেলারুশ: লুকাশেঙ্কো

পশ্চিমাদের ধারণা, কিছু জায়গায় রুশ সেনারা যুদ্ধে দুর্বল হয়ে পড়ায় তাদের উৎসাহ দিতেই সামনে এসে নেতৃত্ব দিচ্ছিলেন কমান্ডাররা। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি পুতিন সরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস

Exit mobile version