Site icon Jamuna Television

লাইভ সম্প্রচারের সময় রুশ ক্ষেপণাস্ত্রের হামলার শিকার ইউক্রেনের এক ব্লগার (ভিডিও)

লাইভ সম্প্রচারের সময় রুশ ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হলেন ইউক্রেনের এক ব্লগার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এ ব্লগার। গত বুধবার (২ মার্চ) এ ঘটনা ঘটে। শনিবার (৫ মার্চ) সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিকিতা দেমেনকোভ নামের ওই ব্লগার খারকিভের পশ্চিমাঞ্চলে চলা রুশ হামলার বিভিন্ন তথ্য প্রচার করছিলেন। তুলে ধরছিলেন রুশ হামলার ভয়াবহতা।

এ সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে নিকিতার অবস্থানরত ভবনটিতে। তবে ভাগ্যের জেরে রক্ষা পান ওই ব্লগার। ওই ঘটনার পরপরই বাংকারে আশ্রয় নেন নিকিতা দেমেনকোভ।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন

/এমএন

Exit mobile version