Site icon Jamuna Television

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শনিবার (৫ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পৌঁছান তিনি। এসময় বিজিবির একটি সুসজ্জিত দল সম্মান গার্ড দেয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজিবি মহাপরিচালক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করেছেন। ফলে বিজিবি এখন জলে, স্থলে ও আকাশ পথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।

বিজিবি প্রধানের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিজিবি মহাপরিচালক।

/এনএএস

Exit mobile version