Site icon Jamuna Television

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

শুরুতে বাংলাদেশ নারী দলের দুই ওপেনার ভালো সূচনা করলেও পরে উইকেট বিপর্যয়ে পড়ে। ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার দেয়া ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই আশা জাগিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্ধোধনী জুটিতে আসে ৬৯ রান। কিন্তু এরপর ছন্দপতন ঘটে ব্যাটিং লাইনে। শতক পেরোনোর আগেই ৮৫ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে বাঘীনিরা।

স্কোরবোর্ডে আরও ২৮ রান যোগ করতেই মানে ১১৩ এর মাথায় ৬ ব্যাটার সাজঘরে ফেরেন। তারপর জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁডায়। শেষ অবধি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ বাংলাদেশ নারী ক্রিকেট দল ৩২ রানে হারে।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে ওপেনার শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা করেন ২৯ রান। আরেক ওপেনার শামীমা সুলতানা ও ঋতু মণি করেন ২৭ রান করে।

এর আগে নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শনিবার (৫ মার্চ) নিউজিল্যান্ডের ডানেডিনে অনুষ্ঠিত এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে ২০৭ রানে অলআউট করে বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন, বোলিংই তাদের মূল শক্তি। দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে তার প্রমাণ দেয় বাংলাদেশ।

তবে ব্যাটিং দুর্বলতার কারণে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা গেল না নিগার সুলতানা জ্যোতির দলের।

দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রান করে। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।

মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটারকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাট থেকে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।

ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।

/এমএন

Exit mobile version