Site icon Jamuna Television

সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন

সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ৯২ বছর বয়সে পরলোকে পাড়ি জমান জনপ্রিয় এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সহধর্মিনী।

১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন ফার্স্ট লেডি ছিলেন বারবারা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তবে শেষ সময়ে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানানোয় নিজ বাসভবনেই অবস্থান করছিলেন এই প্রবীণ ব্যক্তিত্ব। লিঙ্গ সমতা, নাগরিক অধিকার আন্দোলন এবং গর্ভপাতের পক্ষে আন্দোলনের ফলে মার্কিন সমাজে ব্যাপক জনপ্রিয় ছিলেন বারবারা। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত জর্জ বুশ- বারবারা দম্পতির পুত্র জর্জ ডব্লিউ বুশ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বারবারার এ প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Exit mobile version