Site icon Jamuna Television

ন্যাটোর তীব্র সমালোচনা করলেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করায় ন্যাটোর তীব্র সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ন্যাটোর সেক্রেটারি জেনারেল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বিবৃতি জানার পর পরই জেলেনস্কি এ নিন্দা জানান। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

জেলেনস্কি বলেন, ন্যাটোর দেশগুলো এমন একটা বিষয় দাঁড় করিয়েছে যে, ইউক্রেনের আকাশসীমা বন্ধ করা হলে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে রাশিয়া। যারা ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগে এটা তাদের নিজেদের প্রবোধ দেয়া ছাড়া কিছু নয়। অথচ তাদের (ন্যাটোর) কাছে আমাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী অস্ত্র আছে।

ইউক্রেনের ‘নো ফ্লাই জোন’ প্রস্তাব নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে এমনটা করা হলে গোটা ইউরোপজুড়ে যুদ্ধ শুরু হয়ে যাবে।

ন্যাটো মূলত নো ফ্লাই জোন নিয়ে ভাবছে না। ইউক্রেন কিংবা রাশিয়া কেউই ন্যাটোভুক্ত দেশ নয়। এছাড়া নো ফ্লাই জোন ঘোষণার আরেক অর্থ হলো রুশ যুদ্ধবিমানে ন্যাটোর হামলা। যা করা হলে পরমাণু শক্তিধর রাশিয়ার সাথে ইউরোপের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস

Exit mobile version