Site icon Jamuna Television

বিএসপিএ’র কমিটি গঠিত, যুগ্ম সম্পাদক হলেন যমুনা টেলিভিশনের মুজনেবিন তারেক

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনে গতকাল শুক্রবার (৪ মার্চ) অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সনৎ বাবলা (দৈনিক কালের কণ্ঠ) ও সামন হোসেন (দৈনিক মানবজমিন)। আর যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুজনেবিন তারেক যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আনোয়ার উল্লাহ ও কাজী শহীদুল আলম। যুগ্ম সম্পাদক পদে মুজনেবিন তারেকের সঙ্গে নির্বাচিত হয়েছেন রেদওয়ান সুলতান শুয়েব। অর্থ সম্পাদক পদে মিঞা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রুবেল জুবায়ের, দফতর সম্পাদক পদে সামীউর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফয়সাল তিতুমীর নির্বাচিত জয়ী হয়েছেন।

এছাড়া কাযনির্বাহী সদস্য পদে সাজিদ মুস্তাহিদ, পরাগ আরমান, খায়রুল ইসলাম শাহীন, তালহা বিন নজরুল, সাহাবউদ্দিন সাহাব, রাশিদা আফজালুন নেসা, আবু হোরায়রা তামিম, এ কে এম ফয়জুল ইসলাম ও মাসুক মিয়া জয় পেয়েছেন।

/এমএন

Exit mobile version