Site icon Jamuna Television

রাশিয়ার পক্ষে সার্বিয়ায় মিছিল

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে বিশ্ব ভাগ হয়েছে দুই ভাগে। কেউ রাশিয়ার সমর্থনে আবার কেউ ইউক্রেনের সমর্থনে। যুদ্ধের বিপক্ষে যারা তারা একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়ার ওপর। বিশ্বের বেশিরভাগ দেশই রাশিয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছে। এরমধ্যেই আলোচনায় চলে এসেছে সার্বিয়া। তারা রাশিয়ার ইউক্রেনের ওপর হামলার পক্ষ নিয়ে করেছে মিছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অভিযানের সমর্থনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজার হাজার মানুষ এক বিশাল মিছিল ও পদযাত্রা করেছে। প্রথমে রাশিয়ান জার নিকোলাস ২ এর একটি স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হতে শুরু করেন সার্বিয়ানরা। সেখান থেকে চার হাজারেরও বেশি মানুষ পুতিনের সমর্থনে এক পদযাত্রায় যোগ দেয়।

ওই পদযাত্রায় অংশগ্রহণকারীরা সার্বিয়ান ও রাশিয়ানরা জাতি ভাই বলে স্লোগান দেয় এবং স্বাগত জানায়। মিছিলজুড়ে বাজানো হয় রাশিয়ান ও সার্বিয়ান জাতীয় সঙ্গীত। সমর্থনকারীরা রাষ্ট্রপতি পুতিনের ছবি ও রাশিয়ান পতাকা নিয়ে মিছিল করতে করতে রুশ দূতাবাসের দিকে এগিয়ে যায় বলে উল্লেখ করা হয়।

মিছিলে রুশ পতাকা বহনকারী একজন বয়স্ক ব্যক্তি বলেন, মানবজাতিকে রক্ষার স্বার্থেই এই মিছিল। এটি ভালো এবং খারাপের সংগ্রাম। আমরা জানি যে, রাশিয়া জয়ী হবে এবং সে জন্য ঈশ্বরকে ধন্যবাদ। মিছিলে থাকা অনেকেরই হাতে ইংরেজি ‘জেড’ অক্ষর লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। ইউক্রেনের অভিযান চালানো রাশিয়ান ট্যাংকগুলোতেও এই প্রতীক বিদ্যমান।

সার্বিয়া বেশ আগে থেকেই ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশটি মস্কোর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে চায় দেশটি। আর তাই ইউক্রেন ইস্যুতে তারা ইইউ কিংবা রুশ নেতাদের না চটিয়ে ভারসাম্যমূলক কূটনীতিকে বেছে নিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস

Exit mobile version