Site icon Jamuna Television

ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে, তবে দাম কমেনি

হিলি বন্দরে বাড়তে শুরু করেছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। তবে আমদানি বাড়লেও তা স্থানীয় পর্যায়ে দামে তেমন প্রভাব ফেলতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক কমিয়ে আনা হলে দাম কিছুটা কমতে পারে। তবে ক্রেতারা চান তদারকি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ।

দুই সপ্তাহ আগেও হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুয়েক ট্রাক পেঁয়াজ আমদানি হতো। আর এখন প্রতিদিন আমদানি হচ্ছে ২০ থেকে ২৫ ট্রাক। ভারত থেকে আনা এসব পেঁয়াজ মানভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে।

আমদানি বাড়লেও স্থানীয় বাজারে এর তেমন প্রভাব না পড়ার কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, ভারতের মোকামে পেঁয়াজের দাম বেশি বলেই আমদানির পরও বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না পেঁয়াজ। তাছাড়া পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে তাদের। যার ফলে চাইলেও দাম কমাতে পারছেন না তারা।

রাজধানীর বাজারে পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী। মানভেদে খুচরা দোকানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

/এডব্লিউ

Exit mobile version