
নতুন নেতৃত্বের ঘোষণা দিয়ে নির্বাচনের বিষয়ে কথা বলতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শনিবার (৫ মার্চ) দুপুরে বিএনপির বক্তব্যের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে কেন্দ্রীয় যুবলীগ। মিছিলের আগে সমাবেশে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।
এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জনগণ বিএনপিকে ভোট দেবে না। এটা তারা বুঝতে পেরেছে। এজন্য নানা অজুহাতে বিএনপি অপতৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশৃঙ্খলার চেষ্টা করলে বিএনপির কর্মীদের রাজপথ থেকে হঠানোর হুঁশিয়ারিও দেন যুবলীগের নেতারা। এ সময় সংগঠনটির নেতারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান উভয়েই আগামী নির্বাচনের জন্য অযোগ্য। তাই নির্বাচন বানচাল করতে চায় বিএনপি।
পাচার করা টাকা দিয়ে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলেও অভিযোগ করেন যুবলীগ নেতারা।
/এমএন



Leave a reply