রাশিয়ার সেনাবাহিনী যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক প্রতিরোধক ‘চেক হেজহগ’ তৈরি করছে পশ্চিম ইউক্রেনের সব চেয়ে বড় শহর লাভিভের একদল যুবক। তারাস ফিলিপচাক (৩৬) নামের এক যুবকের নেতৃত্বে বাতিল লোহা থেকেই এই প্রতিরোধক তৈরি করছে প্রায় ৩০ জনের একটি দল। খবর ফ্রান্স২৪ এর।
বিপক্ষ সেনা বাহিনীর ট্যাঙ্ক আটকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চেকোস্লোভাকিয়া (এখন চেক প্রজাতন্ত্র) ও জার্মানির সীমান্তে ব্যবহার করা হয়েছিল লোহার বৃহৎ পাত দিয়ে তৈরি এই ‘চেক হেজহগ’। এখন ইন্টারনেটে ভিডিও দেখেই এটি তৈরি করছে তারা।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পরেই বন্ধুদের এক জোট করেন তারাস ফিলিপচাক। ফেসবুক এবং টুইটারেও নিজের পরিকল্পনার কথা জানিয়ে এই কাজে সামিল হওয়ার আবেদন জানান তিনি। তিনি নিজে পেশায় নির্মাণ শ্রমিক হওয়ায় কাজটি আরও সহজ হয়ে যায়। ট্যাঙ্ক প্রতিরোধক একাধিক ‘চেক হেজহগ’ তৈরি করে তা শহরের সীমান্তে স্থাপনের পরিকল্পনা আছে তাদের।
VIDEO: 🇺🇦 On the outskirts of #Lviv in western #Ukraine, 36-year-old Taras and his friends are using every piece of scrap metal they can lay their hands on — to build homemade anti-tank obstacles which might eventually stop a Russian military advance pic.twitter.com/BoFgPM1sCu
— AFP News Agency (@AFP) March 4, 2022
এসজেড/

