Site icon Jamuna Television

ফাইভ জির জন্য তরঙ্গ নিলাম চলতি মাসেই

চলতি মাসেই ফাইভ জির জন্য তরঙ্গ নিলামের আয়োজন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য অংশগ্রহণকারী মোবাইল অপারেটরদের আবেদন নেয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে বিটিআরসি আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব কথা জানান টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালুর মাধ্যমে বাংলাদেশ এই অঞ্চলে সবার আগে ফাইভ জি কার্যক্রম শুরু করতে পেরেছে। এর ধারাবাহিকতায় এখন দেশজুড়ে ফাইভ জি সেবা পৌঁছে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

সরকার ডিজিটাল প্রযুক্তির পূর্ণ সুবিধা তৃণমূলে বিস্তৃত করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটির পরিধি দ্রুত প্রসার করা হবে। শিক্ষাব্যবস্থাকে আরও বেশি ডিজিটাল করার চেষ্টা চলছে। বিপুল পরিমাণ শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ডিভাইসের সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version