Site icon Jamuna Television

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রশংসা করেছে ডব্লিউএইচও

রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা শান্তি আলোচনায় মানবিক করিডোর গঠন করে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার (৪ মার্চ) একে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংস্থাটির ইউরোপীয় প্রধান। তিনি মনে করেন, এতে সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি কমবে। এর মাধ্যমে চলমান সঙ্কটময় পরিস্থিতিতেও মানবিক সহায়তা অব্যাহত থাকার আশাবাদ তার।

এদিকে ইউক্রেনীয়দের জন্য পোল্যান্ডে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে সুইজারল্যান্ড। ইউক্রেনে আটকে পড়া বাসিন্দাদের সে ত্রাণ সহায়তা পৌঁছাতে কাজ করছে ডব্লিউএইচও।

/এডব্লিউ

Exit mobile version