Site icon Jamuna Television

টাকা নিয়ে অসুস্থ স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী, সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

অসুস্থ স্ত্রীকে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে নিয়ে এসে বন্ধুদের হাতে তুলে দেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে অভিযুক্ত স্বামীসহ তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায়। শনিবার (৫ মার্চ) অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। খবর নিউজের।

ভুক্তভোগী নারীর অভিযোগ, চিকিৎসার কথা বলে কিছুদিন আগে বিহার থেকে ওই তরুণীকে কলকাতায় নিয়ে আসেন তার স্বামী। সেখানে তারা ওঠেন একটি বাড়িতে। গত বৃহস্পতিবার (২ মার্চ) সেখানে বন্ধুদের ডেকে মদের আসর জমান তার স্বামী। তরুণীর অভিযোগ, এরপর প্রথমে তাকে যৌন হেনস্থা করেন তার স্বামী। পরে তার বন্ধুরাও ধর্ষণ করে ২০ বছর বয়সী ওই তরুণীকে। আর এ জন্য বন্ধুদের থেকে ভুক্তভোগীর স্বামী টাকা নেন বলেও দাবি তার।

পরদিন শুক্রবারই থানায় স্বামীসহ ওই বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী। শনিবার তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

এসজেড/

Exit mobile version