Site icon Jamuna Television

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদ, মমেক ছাত্রলীগ সা. সম্পাদক বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ ছড়ানোর দায়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

তাদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ৩ বছর, দুজনকে ২ বছর এবং ৭ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এক ঘটনায় ৮ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version