Site icon Jamuna Television

ইউক্রেনে ১০ দিনে দশ হাজার রুশ সেনা নিহত হয়েছে: জেলেনেস্কি

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রুশ ‌আগ্রাসনের দশম দিন পর্যন্ত প্রায় দশ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এমনটাই দাবি
করেছে ইউক্রেন।

শনিবার (৫ মার্চ) এক ভিডিওবার্তায় দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এ তথ্য জানান। জেলেনস্কি বলেন, নিহত সেনাদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২০। এছাড়া বেশিরভাগ রুশ সৈন্য না জেনেই এ যুদ্ধে অংশ নিয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। তবে, বক্তব্যের স্বপক্ষে তিনি কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেননি। খবর ইকোনমিক টাইমসের।

এদিকে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সকাল ৯টা থেকে ৫ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। তবে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনও মারিউপোলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ান সৈন্যরা।

আরও পড়ুন: বিশেষ বিমানে দেশে ফিরল ৬০০ ভারতীয়

গোলাবর্ষণ অব্যাহত থাকায় ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভোলনোভখার থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া স্থগিত হয়েছে। মারিউপোল সিটি কাউন্সিল জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা মানছে না রাশিয়া। ফলে আপাতত স্থগিত করা হয়েছে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ। খবর বিবিসির

জেডআই/

Exit mobile version