Site icon Jamuna Television

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাই যুদ্ধ ঘোষণা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে অভিযান প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেনের পূর্বে রুশ ভাষাভাষী এবং নিজেদের স্বার্থ রক্ষা মস্কোর জন্য প্রয়োজন ছিল।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিনকে আরও বলতে শোনা যায়, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে। রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলেও জানান পুতিন।

এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুণ্ডার মতো ব্যবহার করছে’। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়। বিচ্ছিন্ন করে রাখা এলাকার চেয়ে রাশিয়া অনেক বড়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত। মস্কো এর জবাব দিতে পারে। তবে রাশিয়া পশ্চিমাদের কিভাবে জবাব দেবে সেটা স্পষ্ট না করলেও তিনি বলেন, এটা হবে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট জবাব।
আরও পড়ুন- ইউক্রেনীয়রা ‘সাহসী সিংহ’: ট্রুডো
এনবি/

Exit mobile version