Site icon Jamuna Television

এদেশের মানুষ কোনোকিছুকে ভয় করে না, ভাষণে আরও যা বললেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের নাগরিকদের দৃঢ়তা আর ঐক্য পিছু হটতে বাধ্য করবে রুশ সেনাদের। শনিবার (৫ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে একথা বলেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দেশবাসীর প্রতি।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, হাতে অস্ত্র না থাকলেও দখলদারের বিরুদ্ধে চিৎকারের সাহস আছে আমার মানুষের। এদেশের মানুষ পিছু হটে না, হাল ছাড়ে না, প্রতিরোধ বন্ধ করে না। কোনো কিছুকে ভয় করে না।

দেশবাসীকে বলবো, আপনারা একজোট হয়ে অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, দেশের জন্য লড়বেন।

এর আগে তার অবস্থান নিয়ে বিভিন্ন গুজবের জবাবে জেলেনস্কি জানান, এখনও কিয়েভেই আছেন তিনি। ভিডিওবার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, প্রতিটিদিনই গুজব ছড়ায় আমি কিয়েভ ছেড়ে পালিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানেই আছি। নিজ কার্যালয়ে। কর্মকর্তারা কেউই কোথাও যাননি। আমরা এখানেই কাজ করছি। ইউক্রেনের জয় হোক।

/এডব্লিউ

Exit mobile version