Site icon Jamuna Television

লিগে ছুটে চলছে লিভারপুলের জয়রথ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয় পেলো লিভারপুল। শনিবার রাতে ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারিয়েছে ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় লিভারপুল। কিন্তু পরপর দু’টি সুযোগ মিস করেন দলটির মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ম্যাচের ১৪ মিনিটে মিখাইল অ্যান্তোনিওর প্রচেষ্টা রুখে দিয়ে অলরেডসদের ত্রানকর্তা গোলরক্ষক অ্যালিসন। এরপর সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল।

প্রথমার্ধের বাকি সময়ে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও সমতায় ফেরা হয়নি ওয়েস্টহ্যামের। ৭০ মিনিটে লানসিসি সহজ সুযোগ নষ্ট করলে পরাজয় নিয়ে মাঠে ছাড়ে ক্লাবটি। এই জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই আছে লিভারপুল।

এদিন লিগের আরেক ম্যাচে বার্নলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

/এমএন

Exit mobile version