Site icon Jamuna Television

গণিত শিক্ষিকার ফর্মূলা: বেশি নম্বর পেতে ‘ঘনিষ্ঠ’ হতে হবে!

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ফর্মূলা বাতলে দিয়ে গ্রেফতার হয়েছেন এক শিক্ষিকা। কারণ তার ফর্মূলাটি ছিল রীতিমতো অবমাননাকর। ছাত্রীদের এই শিক্ষিকা বলেছেন ৮৫ শতাংশ নম্বর পেতে ‘ঘনিষ্ঠ’ হতে হবে শিক্ষা বিভাগের আধিকারিকদের সাথে!

ভারতীয় সংবাদমাধ্যমে অভিযুক্ত ওই শিক্ষিকার নাম নির্মলা দেবী বলে উল্লেখ করা হয়েছে। তামিলনাড়ুর মধুরায় দেবাঙ্গ আর্ট কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক তিনি।

জানা গেছে, ঘটনাটি এক মাস আগের। যেখানে তিনি ছাত্রীদেরকে উদ্দেশ্যে করে অশালীন মন্তব্য করেন। দু’দিন আগে ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার পরেই উত্তাল হয় তামিলনাড়ু।

এরপর শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময়ে ওই শিক্ষিকা দাবি করেছেন, তিনি তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতকে চেনেন। তবে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগ সমস্ত রকম অস্বীকার করেছেন রাজ্যপাল।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version