Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে হোঁচট খেয়েছে পিএসজি

চলতি মৌসুমে লিগে তৃতীয় পরাজয়ের স্বাদ পেলো পিএসজি। শনিবার রাতে শেষ মুহূর্তের গোলে নিঁসের কাছে হেরেছে ১-০ ব্যবধানে।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নিঁস। বিপরীতে মলিন পারফরমেন্স নেইমার-মেসির। আর কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পের অনুপস্থিতিতে গোলের জোরালো কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি পিএসজি। উল্টো ৮৮ মিনিটে ব্যবধান গড়ে দেন আন্দি দেলোঁ। দারুণ প্লেসিং শটে নিঁসেকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট। আর তাতে এই জয়ে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে নিঁস।

এছাড়া এই হার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে হতাশা যোগ করেছে পিএসজি শিবিরে। মার্চের ১০ তারিখ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে এ দুই দল।

/এমএন

Exit mobile version