Site icon Jamuna Television

পিছিয়ে পড়েও সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের বড় জয়

পিছিয়ে পড়েও লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে এ জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি হয়ে ম্যাচের শুরুতে সফল স্পটকিকে সোসিয়েদাদকে লিড এনে দেন মিকেল ওইয়ারসাবাল। এরপর ৪০ মিনিটে বুলেট গতির শটে সমতা টানেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। মিনিট দুয়েকের মাথায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন লুকা মডরিচ।

বিরতির পর ৬৯ মিনিটে করিম বেনজেমার গোল অফসাইডে বাতিল হলেও ঠিকই গোলের দেখা পান তিনি। ৭৬ মিনিটে তার পেনাল্টি গোলে ব্যবধান ৩-১ করে গ্যালাক্টিকোস। এর কিছুক্ষণ পরই দলের চতুর্থ গোল করেন মার্কো অ্যাসেনসিও। এই জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো রিয়াল মাদ্রিদ।

/এমএন

Exit mobile version