Site icon Jamuna Television

ইউক্রেন-রাশিয়া তৃতীয় দফা শান্তি আলোচনা সোমবার

ইউক্রেন-রাশিয়া তৃতীয় দফা শান্তি আলোচনা হবে সোমবার। শনিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে ইউক্রেন সরকার।

ফেসবুক বার্তায় দেশটির এক কূটনীতিক জানান, আবারও সমঝোতা বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে স্থান সম্পর্কে কিছু জানাননি তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফা শান্তি আলোচনায় বসে মস্কো-কিয়েভের প্রতিনিধিরা। তবে কার্যকর সমাধান আসেনি সে বৈঠকে। দ্বিতীয় দফায় আলোচনা হয় গত ৩ মার্চ। যেখানে বেসামরিক নাগরিকদের বের হবার সুযোগ দিতে মানবিক করিডোর তৈরির বিষয়ে সম্মত হয় দুই পক্ষ।

/এডব্লিউ

Exit mobile version