Site icon Jamuna Television

‘ভবিষ্যতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমুদ্র সম্পদ ব্যবহার করবে বাংলাদেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমুদ্র সম্পদ ব্যবহার করবে বাংলাদেশ। রোববার (৬ মার্চ) সকালে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্যারেড শেষে ৪১তম ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেটদের পদক তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রধানমন্ত্রী এ সময় শ্রেষ্ঠ ক্যাডেটদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে। এ দেশের ছেলেমেয়েরা যেন দক্ষতা অর্জন করে সারাবিশ্বে কাজের সুযোগ পায়, এমনটিই ছিল বঙ্গবন্ধুর চাওয়া।

বিশাল সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ব্ল্যু ইকোনোমি নীতির মধ্য দিয়ে সেই সম্পদ নিয়ে গবেষণা করা হচ্ছে। নতুন প্রজন্মকে ভবিষ্যতের নাগরিক হিসাবে গড়ে তোলা হচ্ছে। তারাই উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে।

/এমএন

Exit mobile version