Site icon Jamuna Television

রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা ভিসা ও মাস্টারকার্ডের

রাশিয়ায় কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে ভিসা ও মাস্টারকার্ডের মতো আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। রোববার (৬ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রতিষ্ঠানগুলো পৃথক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের শাস্তি হিসেবে দেশটির আর্থিক ব্যবস্থায় এই উদ্যোগ সবশেষ আঘাত।

মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানায়, রুশ ব্যাংক থেকে ইস্যুকৃত কার্ডগুলো দেশটির নেটওয়ার্কে আর কাজ করবে না। এমনকি রাশিয়ার বাইরেও কোনো কার্ড স্টোর বা এটিএমগুলোয় কাজ করবে না। আর ভিসা কার্ড কর্তৃপক্ষ জানায়, শিগগিরই সব ধরনের ভিসা কার্ডের লেনদেন বন্ধ করতে রুশ গ্রাহকদের পাশাপাশি অংশীদারদের সাথেও কাজ করছে।

এছাড়া, প্রতিবেশী রাষ্ট্রে অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ বহু ব্যক্তি এবং কেন্দ্রীয় ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরাপ করে পশ্চিমা দেশগুলো।

/এমএন

Exit mobile version