Site icon Jamuna Television

সাত দিন পর আবার এলো টিসিবির ট্রাক

সাত দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এ দফায় চলবে ২৪ মার্চ পর্যন্ত। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে পণ্য বিক্রি। ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবারও পণ্য বিক্রি করা হবে।

চলতি অর্থবছর অষ্টম বারের মত সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, টিসিবি। সংস্থাটি বলছে, পবিত্র রমজান উপলক্ষে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে কম মূল্যে পণ্য পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে।

সরকারি সংস্থাটি মসুর ডালের দাম প্রতি কেজিতে ৫ টাকা বৃদ্ধি করে বিক্রি করছে ৬৫ টাকা। চিনি ৫৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং পেঁয়াজ বিক্রি করছে প্রতি কেজি ৩০ টাকায়। রাজধানীতে প্রতিদিন ১৫০ ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

ঢাকা ছাড়া অন্যান্য মহানগর ,জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে ১৫ মার্চ থেকে শুরু হবে বিক্রি কার্যক্রম।

/এডব্লিউ

Exit mobile version