Site icon Jamuna Television

টাইগারদের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

শেন ম্যাকডারমট। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগেই দলের সাথে যোগ দেবেন তিনি বলে জানা গেছে।

শেন ম্যাকডারমট কাজ করবেন ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। আনুষ্ঠানিক বিবৃতিতে ৪১ বছর বয়সী এই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেন ম্যাকডারমট। তিনি ক্রিকেট একাডেমির প্রধান কোচ, এইচপির ট্রেনার ও জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেন।

সবশেষ শেন ম্যাকডারমট কাজ করেছেন শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে। এছাড়াও তিনি ছিলেন দেশটির ‘এ’ দলের প্রধান কোচ। এর আগে পেস বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দিয়েছে বিসিবি।

আরও পড়ুন: ‘নাঈমকে বাদ দেয়ার পরিকল্পনা নেই’

Exit mobile version