Site icon Jamuna Television

জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত

জায়েদ খান ও নিপুন আক্তার।

জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সাথে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের ওপর স্থিতাবস্থা দিয়েছেন আদালত। ৪ সপ্তাহ পরে ফুলকোর্টে এ বিষয়ে শুনানি হবে।

আজ রোববার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বতাধীন বেঞ্চ এ আদেশ দেন।  

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ও নিপুনের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে সোমবার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট এ আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশ স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাইকোর্টের আপিল বিভাগে আপিল করেন নিপুন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। এরপর জায়েদ খান উচ্চ আদালতে গিয়ে তার পক্ষে রায় পান। প্রথমে একবার নিপুন পরবর্তীতে আবার জায়েদ খান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন। সাধারণ সম্পাদকের চেয়ারেও বসেন দু’জনই।

Exit mobile version