Site icon Jamuna Television

পুতিনকে টেক্কা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৬ দফা

বরিস জনসন। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে বিশ্বনেতাদের আবারও নতুন করে ভাবার কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার (৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বরিস জনসন বলেছেন, যেকোনো মূল্যে ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে অবিলম্বে সেটি বন্ধের জন্য বিশ্ব নেতাদেরকে আবার নতুন করে ভাবতে হবে। আমরা যদি তা না করি তাহলে ইতিহাসবিদরা নয় ইউক্রেনের জনগণই তাদের কাঠগড়ায় আমাদেরকে বিচার করবে।

পুতিনকে চাপে রাখতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ৬ দফা পরিকল্পনা নিয়েছেন।

দফাগুলো হলো-

সোমবার (৭ মার্চ) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে অনুষ্ঠেয় বৈঠকে নিজের বার্তা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেছেন বরিস জনসন।

/এনএএস

Exit mobile version