Site icon Jamuna Television

নওগাঁয় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছিতে ২১টি গরুসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে এক প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

তিনি জানান, সম্প্রতি উপজেলার হলুদ বিহার গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার তিনটি গরু চুরি হয়। এরপর তিনি থানায় চুরির মামলা করেন। সেই সূত্র ধরে উপজেলার জাপরিতলা এবং তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরির ২১টি গরু ও একটি ছাগল উদ্ধার করে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি। এছাড়া গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় মানুষের বাড়ি থেকে সুকৌশলে গরু চুরি করতো বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version