Site icon Jamuna Television

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড


পিরোজপুর প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার কারণে অনেক চেষ্টার পরেও মিছিল বের করতে পারেনি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা কার্যালয়ের সামনে সমাবেশ করে। 

জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল শেখ এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, মেহেদি হাসান তুহিন, আল ইমরান, মারজান সোহেল, এমরাজ তালুকদার ও বেল্লাল খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার সীমাহীন দুর্নীতি শুরু করেছে। সরকার তার ব্যার্থতা ঘুচাতে চাল, ডাল, তেল ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করেছে। এছাড়া তারা যদি টিসিবির মাধ্যমে জনগণের মধ্যে পণ্য সরবারহ করে তাহলেও জনগণ একটু খেয়ে পরে বাঁচতে পারে।

/এনএএস

Exit mobile version