Site icon Jamuna Television

মেলায় এসেছে ড. আলমগীর আলমের ‘জীবনবোধের বোধন’

এবারের বইমেলায় প্রকাশিত হলো ডক্টর মোহাম্মদ আলমগীর আলমের বই ‘জীবনবোধের বোধন’। অন্যপ্রকাশ হতে প্রকাশিত বইটি এই মেলায় বের হওয়া লেখকের ৫টি বইয়ের অন্যতম।

প্রাত্যহিক জীবনের ছান্দসিক অনুভবের ১০০টি ছন্দ কবিতার সংকলন এই বইটি। এর, মুখবন্ধ লিখেছেন বরেণ্য কবি অসীম সাহা।

Exit mobile version