Site icon Jamuna Television

নাটোরে শিশু ধর্ষণ-হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরে শিশু মায়া খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলো নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর গ্রামের টিপুু হোসেনের ছেলে মোবারক হোসেন ও একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৭ জুলাই নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া খাতুনকে দুঃসম্পর্কের মামাত ভাই মোবরাক হোসেন লজেন্স খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে বারনই নদী সংলগ্ন আম বাগানে নিয়ে যায় । এরপর মোবারক ও তার সহযোগী মিঠুন মিলে মায়াকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে মায়ার বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে নলডাঙ্গা থানার এসআই ওয়াজেদ আলী দুজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে। এরপর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

Exit mobile version